সুপ্রিম কোর্টের আরও দুই বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম সোমবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কাছে তাদের সম্পদের হিসাব জমা দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে এ নিয়ে চার বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন।
প্রধান বিচারপতি গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে তার সম্পত্তির হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে তার কাছে সম্পদের হিসাব দেয়ার আহ্বান জানান। ওই আহ্বানের পরদিন সকালে তার কাছে সম্পদের হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার মূসা খালেদ।
ঢাকা, ১০ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)
Details English link
No comments:
Post a Comment