Saturday 2 July 2011

ত্রয়োদশ সংশোধনী: পূণার্ঙ্গ রায় প্রকাশ হতে কমপক্ষে আরও ছয় মাস লাগবে, মেনন

 নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে মহাজোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দুপুরে জাসদ কার্যালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং সাম্প্রতিক রাজনীতি বিষয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দলের প্রধানরা অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চান।


গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। মহাজোটের শরিক হওয়া সত্ত্বেও ওয়ার্কার্স পার্টি,জাসদ ও ন্যাপের সংসদ সদস্যরা এই বিলে বেশ কিছু সংশোধনী দেন এবং এগুলোর ওপরে আপত্তিসহ সই করেন। সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সদ্য বিলুপ্ত সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন বলেন,“সংবিধান সংশোধনের মাধ্যমে বাহাত্তরের চার মূলনীতি ফিরে এলেও বিসমিল্লাহ ও  রাষ্ট্রধর্ম বহাল রয়েছে। এতে করে ধর্মভিত্তিক দলগুলো আরো উৎসাহিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।”

এ বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু,যিনিও বিশেষ কমিটির একজন সদস্য ছিলেন,তিনি বলেন,সংবিধানের কিছু বিষয়ে আপত্তি থাকলেও তারা বিএনপি-জামায়াত এবং জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য মহাজোটের ঐক্যকে অটুট রাখবেন।

সংবিধান সংশোধন বিল পাসের পরে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা সংঘাত অনিবার্য বলে যে মন্তব্য করেছেন,সে বিষয়ে ইনু বলেন, সংঘাত নয়,বরং আলোচনা অনিবার্য। তিনি মনে করেন নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে অন্তর্বর্তী সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে আসার আগেই তড়িঘড়ি করে সংবিধান সংশোধন বিল পাস করা যৌক্তিক ছিল কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি না এলেও সংবিধান সংশোধনে কোনো অসুবিধা নেই। তাছাড়া পূণার্ঙ্গ রায় প্রকাশ হতে কমপক্ষে আরও ছয় মাস লাগবে।
barta24.net ঢাকা, ২ জুলাই 

No comments:

Post a Comment