নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে মহাজোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দুপুরে জাসদ কার্যালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং সাম্প্রতিক রাজনীতি বিষয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দলের প্রধানরা অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চান।