Thursday, 1 August 2013

১২ ও ১৩ আগস্ট জামায়াতের হরতাল

bdlawhouse report:

নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায় প্রত্যাখ্যান করে আগামী ১২ ও ১৩ আগস্ট (সোম ও মঙ্গলবার) লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
একটি রিটের পরিপ্রেক্ষিতে আজ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। জামায়াত রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে

Bangladesh high court restricts Islamist party Jamaat

Bangladesh's main Islamist party has broken election rules, jeopardising its involvement in next year's poll, the high court has said.
Jamaat-e-Islami must amend its charter and re-apply for registration if it is to contest the polls, a lawyer for the election commission said.