Sunday 16 January 2011

আরো এক বিচারপতি সম্পদের হিসাব দিলেন

সুপ্রিম কোর্টের আরো একজন বিচারপতি সম্পদের হিসাব জমা দিয়েছেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক রোববার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কাছে তার সম্পদের হিসাব জমা দেন।


প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ শীর্ষ নিউজ ডটকমকে এ তথ্য জানান। প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে এ নিয়ে ১১ বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন।

প্রধান বিচারপতি গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে সম্পদের হিসাব দিতে বলেন। ওই আহ্বানে সাড়া দিয়ে সম্পদের হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান, বিচারপতি শহীদুল ইসলাম, এ কে ফজলুর রহমান, শেখ আবদুল আওয়াল ও সৌমেন্দ্র সরকার।
ঢাকা, ১৬ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম):
(শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/টিএইচ/এসসি/১৭.২৫ঘ)

No comments:

Post a Comment